আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদীন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় দফায় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মাধ্যমে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটে। মনোনয়ন পাওয়ার পর জয়নুল আবদীন জানান, বাবুগঞ্জ-মুলাদীকে আধুনিক উন্নয়ন এলাকায় রূপান্তর ও শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার। স্থানীয় নেতাকর্মীরা এ ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এতে সংগঠনের মধ্যে নতুন উদ্দীপনা ফিরে এসেছে। বরিশাল-৩ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।