Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকা ও ত্যাগের স্বীকৃতি হিসেবে দৈনিক আমার দেশের চার সাংবাদিককে ‘জুলাই বীরত্ব’ সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আহত ব্যক্তি, শহীদ পরিবার ও সাংবাদিকসহ প্রায় ১২০০ জনকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটি আগ্রাসনবিরোধী আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফেলানী হত্যা দিবস উপলক্ষে আয়োজিত হয়।

আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে এবং জেএএম সংস্থার সহযোগিতায় দিনব্যাপী এই কর্মসূচিতে ১০২ জন সাংবাদিককে ‘বার্তাবীর’ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তারেক আজিজ এবং প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেএএম সংস্থার চেয়ারম্যান মেহরিন উজমা। বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বক্তারা জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিচার নিশ্চিত করার আহ্বান জানান এবং আগ্রাসনবিরোধী আন্দোলনকে জেলা ও স্থানীয় পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!