বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে চীনের আনহুই জাদুঘর ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সোমবার উদ্বোধন করা হয়েছে জাতীয় জাদুঘরের লবিতে চীনের ৫,০০০ বছরের পুরোনো লিংজিয়াতান সংস্কৃতির ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতিকে উপস্থাপনের উদ্দেশ্যে নিদর্শনের রেপ্লিকা ও আলোকচিত্র প্রদর্শনী। প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন চীনের আনহুই প্রদেশের ভাইস গভর্নর সান ইয়ং। ১৯৮৭ সালে লিংজিয়াতান গ্রামে একটি প্রাগৈতিহাসিক স্থান আবিষ্কৃত হয়। স্থানটি পাঁচ হাজার বছরেরও বেশি পুরোনো ও প্রায় ১.৪ মিলিয়ন বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত। প্রদর্শনীটি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত শনিবার থেকে বুধবার সকাল ১০.৩০ মিনিট থেকে বিকাল ৫.৩০ মিনিট ও শুক্রবার বিকাল ২.৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন প্রদর্শনী বন্ধ থাকবে।