ইরান সোলার হিজরি ক্যালেন্ডারের সানবুলা মাসের ১৫ তারিখ পর্যন্ত আফগান অভিবাসীদের দেশ ছাড়ার সময়সীমা বাড়িয়েছে। পর্যাপ্ত অবকাঠামো না থাকা এবং প্রচণ্ড গরমের কারণে এ সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে নির্ধারিত সময়ের পর দেশে না ফেরা অভিবাসীদের জরিমানার মুখে পড়তে হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জোরপূর্বক অভিবাসী ফেরত পাঠানো বন্ধের আহ্বান জানিয়ে অভিবাসীদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর পক্ষে মত দিয়েছেন। জাতিসংঘের হাইকমিশনারও এ বিষয়ে আফগান কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।