জোরপূর্বক চাঁদাবাজির অভিযোগে কুড়িগ্রামে গ্রেফতারের একদিন পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি ও বৈষম্যবিরোধী'র দুই নেতা। বুধবার কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের জামিন দেন। আসামিরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবার রহমান (৫৮) এবং জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক আলমগীর হোসেন (২৭)। তাদের আটক করে থানায় দেয় সেনাবাহিনী। জানা গেছে, যাত্রাপুর হাটের ইজারা পান বিএনপি নেতা মাহাবুবার রহমান। তার সাথে অংশীদারিত্ব নেয় বৈষম্যবিরোধীর কয়েকজন নেতা। কিন্তু উপজেলা প্রশাসনের অফিস আদেশ না নিয়ে এবং ইজারার কাগজপত্র ছাড়াই টাকা তুলতে যান! এতে অভিযোগ গেলে তাদের আটক করা হয়।