Web Analytics

কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোকে টাইব্রেকারে ২–১ গোলে হারিয়ে ২০২৫ সালের ষষ্ঠ শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। নির্ধারিত সময়ে ১–১ গোলে ড্র হওয়া ম্যাচে পিএসজির হয়ে খিচা কাভারাৎসখেলিয়া গোল করেন, আর ফ্ল্যামেঙ্গোর হয়ে পেনাল্টি থেকে সমতা ফেরান জর্জিনহো। টাইব্রেকারে গোলরক্ষক মাতভেই সাফোনোভের দুর্দান্ত সেভে জয় নিশ্চিত হয় ফরাসি ক্লাবটির।

পুরো ম্যাচে ৬০ শতাংশ বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলেছে পিএসজি। সাফোনোভের নৈপুণ্য তাদের বছরের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখে। এর আগে তারা জিতেছে ফরাসি সুপার কাপ, ফরাসি কাপ, লিগ আঁ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং উয়েফা সুপার কাপ।

এই জয়ে লুইস এনরিকের দল ইউরোপীয় ফুটবলে নিজেদের আধিপত্য আরও মজবুত করল। এক বছরে ছয়টি শিরোপা জয় পিএসজিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে এবং ২০২৬ মৌসুমের জন্য আত্মবিশ্বাসী সূচনা এনে দিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!