যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের পরিণতি ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো হতে পারে। ওয়াশিংটনে সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটিতে তিনি বলেন, রদ্রিগেজ মাদুরোর পরিণতি সম্পর্কে অবগত এবং ওয়াশিংটন বিশ্বাস করে তার ব্যক্তিগত স্বার্থ যুক্তরাষ্ট্রের লক্ষ্য বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রুবিও আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, অন্যান্য উপায় ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগেও প্রস্তুত।
রুবিও ৩ জানুয়ারি কারাকাসে মার্কিন কমান্ডো অভিযানের প্রশংসা করেন, যেখানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয় এবং তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে মাদক পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে। তিনি বলেন, এটি ছিল একটি সফল অভিযান, যেখানে কোনো মার্কিন নাগরিকের প্রাণহানি বা সামরিক দখল ঘটেনি। তবে ভেনেজুয়েলার পক্ষ দাবি করেছে, অভিযানে শতাধিক ভেনেজুয়েলান ও কিউবান নাগরিক নিহত হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প রদ্রিগেজের ওপর চাপ দিচ্ছেন, যাতে তার সরকার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোর স্বার্থে কাজ করে।