একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
আবরার হত্যায় অভিযুক্তদের পক্ষের আইনজীবীর দায়িত্ব নেওয়াতে শিশির মনির বেশ সমালোচিত হচ্ছেন। বৃহস্পতিবার ফেসবুকে এর ব্যাখ্যা দিয়েছেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। গালিব বলেন, ‘আবরার হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ১২ জন আসামি শিশির মনিরের চেম্বারের সঙ্গে যোগাযোগ করলে তদন্ত রিপোর্ট আর সাক্ষ্যপ্রমাণ দেখে তার চেম্বার ১২ জনের মধ্যে ৫ জনের মামলা গ্রহণ করে নাই। এই পাঁচ জনকে নিরাপরাধ বলে মনে হয় নাই তাদের কাছে। বাকি দুইজনকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো অপরাধী নয়, যাবজ্জীবনে নামিয়ে আনার জন্য মামলা গ্রহণ করেছেন বলে জানান। এর বিপরীত তথ্য দিয়ে বিশেষজ্ঞ আইনজীবী জানালে শিশির মনিরেরে বিরুদ্ধে দাঁড়াবেন, বলেন তিনি।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।