প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার বিচারের পাশাপাশি তাদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে তাদের প্রতি সমর্থন জানিয়ে শিক্ষার্থীদের ঘরে ফিরে যেতেও অনুরোধ করেন তিনি। এদিকে, পুলিশি হামলার প্রতিবাদে ও সরকার গঠিত কমিটি প্রত্যাখ্যান করে বিকেলে শাহবাগ থেকে ৫ দফা ঘোষণা দেয় শিক্ষার্থীরা। জানায়, শাহবাগে অবস্থান করবে তারা। উপদেষ্টাদের সশরীরে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে হবে। পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। হামলাকারীদের আটক ও চাকরি থেকে বহিষ্কার করতে হবে। এছাড়া প্রকৌশল খাতের অপমৃত্যু হয়েছে বলে গায়েবানা জানাজাও পড়েন আন্দোলনকারীরা।