একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোর ইশকুল কর্মসূচির নতুন আবর্তনের উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শুক্রবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, বই একেবারেই একটি চিন্তানির্ভর মাধ্যম। এজন্য সবাই বই পড়তে পারে না। তবে যারা বই পড়ে, তারা সংখ্যায় কম হলেও পৃথিবী তারাই পরিবর্তন করে। তিনি গ্রিক সভ্যতার উদাহরণ টেনে বলেন, দেড়শ’বছর ধরে মাত্র সাড়ে চার লাখ লোক গ্রিক সভ্যতা তৈরি করেছিল। আমাদের আঠার কোটি মানুষের মধ্য থেকেও সেই নেতৃত্ব গড়ে তুলতে হবে। এছাড়া তিনি মেধাকে সৃষ্টিকর্তা প্রদত্ত এবং এজন্য অফুরন্ত বলে অভিহিত করেছেন।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।