পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষে আগ্নেয়াস্ত্র হাতে গুলি চালানোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া যুবক তুষার হোসেন (২১) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকা থেকে তাকে আটক করা হয়। আধুনিক প্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। জিজ্ঞাসাবাদে তুষার স্বীকার করে যে সে একটি অবৈধ পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ লুকিয়ে রেখেছিল, যা পরে পুলিশ উদ্ধার করে। গত ২৭ নভেম্বর জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের গণসংযোগ চলাকালে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যাতে অর্ধশতাধিক মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং বহুজন আহত হন। উভয় দলই পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। তুষারের বিরুদ্ধে দণ্ডবিধি ও অস্ত্র আইনে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার পরিচয় নিশ্চিত করে তদন্ত অব্যাহত রয়েছে।