একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যদি নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি নির্বাচিত হন এবং ‘‘ভালো আচরণ’’ না করেন, তাহলে শহরটির জন্য ফেডারেল অর্থায়ন বন্ধ করা হবে।’ ট্রাম্প বলেন, ‘মামদানির জয় অসম্ভব বলে মনে করি, কারণ সে একজন বিশুদ্ধ কমিউনিস্ট। যদি সে জিতে যায় এবং সঠিক কাজ না করে তাহলে তারা এক ডলারও পাবে না।’ প্রসঙ্গত, নিউইয়র্ক শহরে ফেডারেল বিভিন্ন কর্মসূচি ও সংস্থার মাধ্যমে বছরে ১০০ বিলিয়নেরও বেশি অর্থ পায়। এদিকে, মামদানি বলেন, ‘আমি কমিউনিস্ট নই। প্রেসিডেন্ট ট্রাম্প আমার গায়ের রঙ, উচ্চারণ, পরিচয় নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কথা বলেন, শুধু জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে।’
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।