ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর সরকার মৃত ও আহতদের নাম ও সংখ্যা প্রকাশ করেছে। এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং রাজধানীর ৬টি হাসপাতালে মোট ৫৭ জন দগ্ধ হয়ে ভর্তি আছেন। আহতদের মধ্যে ১২ জন আইসিইউতে আছেন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর এই তালিকা প্রকাশ করে।