একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের যাবজ্জীবন ও লুৎফুজ্জামান বাবরের মৃত্যুদণ্ডসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই সিদ্ধান্ত দেয়। আদালতে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ দলের শীর্ষস্থানীয় আইনজীবীরা।