নাটোরের বাগাতিপাড়ায় মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি বর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানাকে। সোমবার মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত বছরের ১৬ ডিসেম্বর রাত ১টার দিকে ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রশীদ চৌধুরীর বাড়িতে কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা গুলি ও ৭টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করে। ঘটনার ৫৬ দিন পর আজ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।