মীরসরাইয়ে বিএনপির দুই গ্রুপের উত্তেজনাকে কেন্দ্র ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। কিন্তু ওই সংঘাতময় পরিস্থিতির মধ্যেই বুধবার সকাল ৯টায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান সমর্থিত উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামের নেতৃত্বে একটি দল শতাধিক নেতাকর্মী দিয়ে মীরসরাই উপজেলা প্রাঙ্গণে শহিদ মিনারে গিয়ে ফুল দেয়। নিজাম বলেন, প্রশাসন শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে এই আশংকায় ১৪৪ ধারা জারি করেছে। কিন্তু আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা ব্যতিরেকে ফুল দিয়ে যাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, আমরা ৫ জনের কম সংখ্যক লোক এসে ফুল দিতে অনুমতি দিয়েছি।