Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে এবং যানজট এড়াতে সেদিন অতিরিক্ত মেট্রোরেল চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই দিনে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ভর্তি পরীক্ষা থাকায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

ঢাবির বিজ্ঞান ইউনিটের ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সাতটি বিভাগীয় শহরের সরকারি বিশ্ববিদ্যালয়ে—রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুরে। এমআইএসটি পরীক্ষার্থীদের সুবিধার্থে ঢাকায় মিরপুর ও ফার্মগেট এলাকায় তিনটি অতিরিক্ত কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মেট্রোরেলের সময় ব্যবধান কমানো এবং অতিরিক্ত ট্রেন চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, ঢাবির অনুরোধে এমআইএসটি তাদের স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের পরীক্ষা একদিন পিছিয়ে ২৮ ডিসেম্বর বিকেলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!