Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারত, যুক্তরাষ্ট্র, চীন বা রাশিয়া কেউ হস্তক্ষেপের চেষ্টা করলে বাংলাদেশের জনগণ দাঁতভাঙা জবাব দেবে। বুধবার বিকেলে রাজধানীর বাড্ডার শাহজাদপুরে জড়ো হয়ে বারিধারায় ভারতীয় হাইকমিশন অভিমুখে মিছিলে তিনি এ বক্তব্য দেন।

সীমান্তে ফেলানী খাতুন হত্যার ১৫ বছর পূর্তিতে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা ‘আধিপত্যবাদ বিরোধী মার্চ’ কর্মসূচি পালন করে। মিছিলটি হাইকমিশনের কাছাকাছি পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে থামিয়ে দেয়। পরে নেতাকর্মীরা কুড়িলমুখী সড়কে দাঁড়িয়ে বক্তব্য ও স্লোগান দেন। আদীব বলেন, ফেলানী দিবসকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এনসিপির নেতাকর্মীরা জীবন উৎসর্গ করবে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারত বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে হস্তক্ষেপ করে জনগণের ভোটাধিকার ও মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা সীমান্ত হত্যার বিচার ও ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!