গুমের শিকার ৩৩০ জন ব্যক্তির বর্তমান অবস্থার অনুসন্ধান চলমান আছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি মইনুল ইসলাম চৌধুরী। সভাপতি বলেন, আজ পর্যন্ত ১৭৫২টি অভিযোগ জমা পড়েছে। প্রায় ১০০০টি অভিযোগের কাগজপত্রের যাচাই- বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে। কমিশনে আগত ২৮০ জন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। প্রায় ৪৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। ৫ আগস্টের পর ভারত থেকে আসা কাউকে গুমকৃত হিসেবে চিহ্নিত করা যায়নি, ভারতে কারাগারে বন্দীদের ব্যাপারে অনুসন্ধান চলছে।