Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। ঢাবি ক্যাম্পাস ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও রংপুরের বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে এই পরীক্ষা নেওয়া হয়। ১ হাজার ৫০টি আসনের বিপরীতে মোট ৩৪ হাজার ৬২ জন শিক্ষার্থী অংশ নেয়। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে জানান, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, প্রতি আসনের বিপরীতে প্রায় ৩৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, যা অত্যন্ত প্রতিযোগিতামূলক। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, যেন তারা সন্তানদের ওপর অযথা মানসিক চাপ সৃষ্টি না করেন, কারণ ভর্তি হওয়াই জীবনের একমাত্র লক্ষ্য নয়। মোট আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার জন্য ২৫টি আসন নির্ধারিত রয়েছে। ফলাফল মূল্যায়ন শেষে প্রকাশ করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।