ভুয়া পাসপোর্ট ব্যবহার করে নারী পাচারের অভিযোগে বিএমইটির চার কর্মকর্তা ও পাঁচ জনশক্তি রপ্তানিকারক এজেন্সির প্রতিনিধির বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযোগে বলা হয়েছে, প্রকৃত আবেদনকারীর পরিবর্তে অন্য নারীদের পাসপোর্ট নম্বর দিয়ে ছাড়পত্র অনুমোদন নেওয়া হয়। প্রমাণ পাওয়া গেছে, সরকারের নীতিমালা ভেঙে চারজন কম বয়সী নারীকে গৃহকর্মী হিসেবে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। আর্থিক লাভের উদ্দেশ্যেও প্রতারণা করা হয়েছে। ২৯ মে ঢাকার বিএমইটি অফিসে অভিযানের সময় এই অনিয়ম ধরা পড়ে।