Web Analytics

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়ন ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি আবু সাদিক কায়েমসহ কয়েকজন তরুণ বাংলাদেশিকে আমন্ত্রণ জানিয়েছে। অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে এই সেমিনার অনুষ্ঠিত হবে। অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট মুসা হিরাজ স্বাক্ষরিত চিঠিতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং ডাকসুর এজিএস মহিউদ্দিন খানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন ও ক্ষমতার রূপান্তরে তাদের নেতৃত্বমূলক ভূমিকা আন্তর্জাতিকভাবে গুরুত্ব পাচ্ছে। আমন্ত্রিতরা অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে নীতি, রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়েও মতবিনিময় করবেন।

Card image

Related Rumors

logo
No data found yet!