বিএনপি নেতা মাহবুবের রহমান শামীম বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ছাব্বিশ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন। তবে ওই সময়ে দেশে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির আশঙ্কা থাকে। তিনি আগেই বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করবেন। তাই আজকের এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান থেকে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজনের আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, যথাসময়ে নির্বাচন না দিলে আন্দোলনে যেতে হবে। আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করতে হবে নির্ধারিত সময়ে নির্বাচন দিতে।