‘আমার ভোটটি গেল কই’— এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ডাকসুর কেন্দ্রীয় সদস্য পদে প্রার্থিতা করা সজিব হোসেন। তিনি জানান, নির্ধারিত কার্জন হল কেন্দ্রে জিএস পদে যে প্রার্থীকে তিনি ভোট দেন সেটি হিসেব হয়নি। নিয়মমাফিক ভোট দিলেও তার প্রার্থীর ফলাফলে দেখা যায় শূন্য ভোট। তার ভোটটি বাতিল হলে তা জানানো ও যৌক্তিক কারণ দর্শানোর দাবি করেন তিনি। অপরদিকে, রাকিব হোসেন গাজী অভিযোগ করেন, নির্বাচনে প্রার্থী স্লিপ বিতরণে মানা হয়নি নিয়ম। বিভিন্ন প্রার্থীদের প্রতি কমিশন আলাদা আচরণ করেছে। এছাড়া, প্রচার প্রচারণায় একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়া হয়েছে। এ সময়, উভয়েই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করবেন বলেও জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।