Web Analytics

রুহুল কবির রিজভী বলেছেন, আজকে আমরা যতটুকু স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, এর অন্যতম কারিগর শহিদ বীর আরমান মোল্লা। তার সন্তানদের বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে, এটা অত্যন্ত মর্মান্তিক। তিনি বলেন, 'যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, এ বিষয়গুলো আরও খবর নেওয়া উচিত ছিল। তারা তো নিজেদের বিপ্লবের একক দাবিদার মনে করছেন। যারা একক দাবিদার, তাদের কাছে শহিদদের লিস্ট নেই কেন?' রিজভী জানান, এই শহীদ পরিবারের অসহায়ত্বের সংবাদ শুনে তারেক রহমান সহযোগিতার জন্য পাঠিয়েছেন। এছাড়া আরমান মোল্লার সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিয়ে পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন রিজভী।

Card image

Related Rumors

logo
No data found yet!