জাতীয় নির্বাচনের আগে শান্তিপূর্ণ পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ অবিলম্বে চালুর ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। ১৩ ডিসেম্বর সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনী সহিংসতা ও সন্ত্রাস দমনে এই অভিযান পরিচালিত হবে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা চাইলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে পারেন এবং সরকারের কাছে জমা থাকা বৈধ অস্ত্র ফেরত দেওয়া হবে। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি শুরু হওয়া প্রথম ধাপের অভিযানের ধারাবাহিকতায় এবার দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সরকার তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এই অভিযান নির্বাচনী সময়ে নিরাপত্তা জোরদারের সরকারের অঙ্গীকারকে প্রতিফলিত করছে।