Web Analytics

বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য কঠোর সতর্কতা জারি করেছে। ২৪ ডিসেম্বর জারি করা জরুরি চিঠিতে জানানো হয়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রান্ত নীতিমালা বা সদ্য প্রণীত সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ লঙ্ঘন করলে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে।

প্রশাসনের কর্মকর্তারা জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে শৃঙ্খলা বজায় রাখা ও জাতীয় নিরাপত্তা রক্ষার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০১৯ সালের সংশোধিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা এবং সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনরায় উল্লেখ করা হয়েছে। উসকানিমূলক পোস্ট, গুজব ছড়ানো বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশনা বাস্তবায়নে প্রতিষ্ঠান প্রধানদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। মাউশি জানিয়েছে, শিক্ষক ও শিক্ষার্থীদের অনলাইন কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!