জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম জনগণ গ্রহণ করছে না, এসব সংস্কারের নামে দেশে সার্কাস চলছে। রংপুরে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি বলেন, সংস্কার ও বিচার দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হলেও এর সীমা থাকা উচিত। নারী, এনবিআর ও মিডিয়া সংস্কার কেউ মেনে নেয়নি। তিনি ভালো নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার চান। তিনি বলেন, জুলাই আন্দোলনে সংসদে কথা বলেছিলাম। আমরা শিক্ষার্থীদের সঙ্গে ছিলাম। রংপুরে জাতীয় পার্টির দুইজন মারা গেছেন। কয়েকজন জেল খেটেছেন। আমাদের নেতাকর্মীদের নামে হত্যা মামলা হয়েছে। আমাদের মেয়রকে হেনস্থা করা হয়েছে, ভয় দেখানো হয়েছে।