Web Analytics

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জাতীয় পরিচয়পত্রের গোপন তথ্য বিক্রির একটি বড় চক্র উন্মোচন করেছে। এ ঘটনায় নির্বাচন কমিশনের একজন কম্পিউটার অপারেটর ও একজন ডাটা এন্ট্রি অপারেটরকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৬ সালের ১৪ ও ১৫ জানুয়ারি ঢাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযোগ রয়েছে, তারা গোপন লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সারা দেশের নাগরিকদের সংবেদনশীল তথ্য সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রি করতেন এবং মাসে কোটি টাকার বেশি আয় করতেন।

তদন্তে জানা গেছে, ডাটা এন্ট্রি অপারেটর মো. আলামিন তার সর্বোচ্চ অ্যাক্সেসসম্পন্ন আইডি ও পাসওয়ার্ড কম্পিউটার অপারেটর মো. হাবীবুল্লাহকে দিয়েছিলেন, যার বিনিময়ে প্রতি সপ্তাহে ৪ থেকে ৫ হাজার টাকা পেতেন। হাবীবুল্লাহ প্রতিটি পরিচয়পত্রের তথ্য ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি করতেন। নির্বাচন কমিশনের অনুসন্ধানে দেখা গেছে, এক সপ্তাহে ১ লাখ ১২ হাজার ১৫০টি এবং এক মাসে ৩ লাখ ৬৫ হাজার ৬০৮টি তথ্য দেখা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১১ কোটি টাকা আয় হয়েছে।

এ ঘটনায় সাইবার নিরাপত্তা আইন ও জাতীয় পরিচয় নিবন্ধন আইনের অধীনে পল্টন মডেল থানায় মামলা হয়েছে। মামলাটি সিআইডির সাইবার পুলিশ সেন্টার তদন্ত করছে।

Card image

Related Rumors

logo
No data found yet!