জামায়াত নেতা মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, তারা জুলাই শহীদদের বীর হিসেবে স্মরণ করতে চান এবং আগামী দিনের দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গঠনের মাধ্যমে তাদের আত্মত্যাগের মূল্য দিতে চান। তিনি বলেন, বাংলাদেশ জালিমদের হাত থেকে মুক্ত হলেও এখনো চাঁদাবাজি, লুণ্ঠন, জুলুম ও অপসংস্কৃতি থেকে মুক্ত হয়নি। লক্ষ্মীপুরে আয়োজিত এক খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, শহীদদের পরিবারের কিছু চাওয়ার নেই, তারা শুধু ইনসাফ চান। শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে যেন কেউ আর ফ্যাসিবাদী শাসন কায়েম করতে না পারে—এই আহ্বান জানিয়ে তিনি ইনসাফভিত্তিক ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।