Web Analytics

স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শুক্রবার রাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাত সাড়ে ৮টার দিকে বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে এনসিপির নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনে তার অবিলম্বে পদত্যাগ দাবি করেন। যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম বলেন, বর্তমান উপদেষ্টা দায়িত্ব পালনে অযোগ্য প্রমাণিত হয়েছেন। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব অভিযোগ করেন, প্রশাসন ও ব্যবসা-বাণিজ্যে ক্ষমতাসীন দলের সহযোগীরা রাজনৈতিক সহিংসতা উসকে দিচ্ছে। অন্য নেতারা সতর্ক করেন, দেশে আবারও রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা দেখা দিচ্ছে।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে নিরাপত্তা ও জবাবদিহি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!