ঈদুল আজহার পরদিন থেকেই ঢাকামুখী মানুষের চাপ বাড়তে থাকায় যমুনা সেতুর পশ্চিম পাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। শুক্রবার সকাল থেকে যাত্রী ও পণ্যবাহী গাড়ির প্রচণ্ড চাপের কারণে সায়দাবাদ পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। টোল আদায়ে ধীরগতি ও যানবাহন বিকলের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে পার হয়েছে ৩৮ হাজারের বেশি গাড়ি, আদায় হয়েছে প্রায় ২৮ কোটি টাকা টোল। ৯টি বুথ চালু থাকলেও চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।