জুলাই গণঅভ্যুত্থয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিন সোমবার (১৭ নভেম্বর) আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। ওইদিন ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার আনা হলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। সেখানে উপস্থিত ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন, যখন এক পুলিশ সদস্য তাকে জিজ্ঞেস করেন— তিনি কি ‘পরীমনির মতো ভাইরাল হতে’ এসেছেন? এতে রাফিয়া ক্ষিপ্ত হয়ে জানতে চান কে এমন মন্তব্য করেছেন। পরে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে যুক্ত হওয়ার ইচ্ছা নেই তার। তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই তার একমাত্র উদ্দেশ্য, কোনো রাজনৈতিক স্বার্থ নয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।