প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে। সফরের সময় প্রতিরক্ষা, জ্বালানি, হালাল খাদ্যসহ পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে কর্মী প্রেরণ, ব্যবসা, উচ্চশিক্ষা ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া থেকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করা হবে। সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং যৌথ ব্যবসায়িক কাউন্সিল চালু করার লক্ষ্যমাত্রা রয়েছে।