সোমবার সকালে শেখ হাসিনার মামলা ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকাল ৭ টার দিকে হাইকোর্ট গেটের বাহিরে অজ্ঞাত কেউ ২টি ককটেল ছুড়ে। যার একটি মাজার গেটের বাহিরে বিস্ফোরিত হয় এবং আরেকটি দোয়েল চত্ত্বর যাওয়ার দিকে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। উল্লেখ্য, এই দিন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার শুনানি হয়েছে।