Web Analytics

গাইবান্ধার সাঘাটায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভবনের নির্মাণকাজ মাঝপথে ফেলে পালিয়েছেন ঠিকাদার। গাইবান্ধা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি ১৫ কোটি ৪৭ লাখ টাকায় প্রকল্পটি শুরু হয়। ঢাকার মেসার্স ঢালী কনস্ট্রাকশন প্রতিষ্ঠানটি ২০২১ সালের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও সাত বছরেও ৬৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তিন মাস আগে ঠিকাদারের লোকজন যন্ত্রাংশ নিয়ে সাইট ছেড়ে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

দুই বছর আগে শিক্ষাপ্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হলেও শ্রেণিকক্ষ ও প্রশাসনিক ভবনের অভাবে শিক্ষার্থী ও শিক্ষকরা ভোগান্তিতে রয়েছেন। অধ্যক্ষ তারিকুল ইসলাম জানান, ভবনের কাজ অসম্পূর্ণ থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং মন্ত্রণালয়ে চিঠি দিয়েও কোনো সমাধান হয়নি।

জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশিষ কুমার রায় জানিয়েছেন, নতুন ঠিকাদার নিয়োগের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ওয়ার্ক অর্ডার হলেই দ্রুত কাজ শুরু হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!