ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো স্বীকার করেছেন যে গাজা যুদ্ধ ও তার সরকারের কট্টর নীতির কারণে দেশটি আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ছে। অর্থ মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, ইসরাইলকে এখন স্বনির্ভর অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে এবং অস্ত্র উৎপাদনে বাইরের ওপর নির্ভরতা কমাতে হবে। যুক্তরাজ্য, স্পেন ও কানাডা ইতোমধ্যেই অস্ত্র রপ্তানি বন্ধ করেছে। অন্যদিকে কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। বিরোধী নেতা ইয়ার লাপিদ একে নেতানিয়াহুর ব্যর্থ নীতির ফল বলেছেন।