মৌলভীবাজারের বড়লেখার লাতু সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক ১২ জন রোহিঙ্গাকে শরণার্থী ক্যাম্পে পাঠিয়েছে পুলিশ। পরে পুলিশ স্কটের মাধ্যমে তাদের কক্সবাজারের উখিয়ার বিভিন্ন শরণার্থী শিবিরে পাঠানো হয়। এর আগে আটক ৪ বাংলাদেশি নাগরিককে থানা পুলিশ পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে। এ নিয়ে ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, আটক রোহিঙ্গারা উখিয়া উপজেলার বালুখালী ও পালংখালী শরণার্থী ক্যাম্পের বাসিন্দা ছিল।