জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া ইরানের বিক্ষোভ এখন সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী বিভিন্ন স্থানে গুলি চালিয়েছে। তেহরানের এক চিকিৎসক যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনকে জানিয়েছেন, রাজধানীর ছয়টি হাসপাতালে অন্তত ২১৭ জন বিক্ষোভকারীর মৃত্যু রেকর্ড করা হয়েছে, যাদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
হতাহতের এই সংখ্যা নিয়ে ইরান সরকার কোনো মন্তব্য করেনি। বৃহস্পতিবার রাত থেকে দেশজুড়ে প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট ও টেলিযোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ওই চিকিৎসকের দাবি, শুক্রবার হাসপাতাল থেকে নিহতদের লাশ সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ এবং মৃতদের অধিকাংশই তরুণ। ইরানি মানবাধিকার সংগঠন এইচআরএএনএ জানিয়েছে, বিক্ষোভ শুরুর পর থেকে অন্তত ৬২ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও ৪৮ জন বিক্ষোভকারী।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ শহরে সংঘর্ষে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আট সদস্য নিহত হয়েছেন।