নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র হচ্ছে ছাত্র-গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ, রাজনৈতিক নিরাপত্তা, এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে তৈরি একটি জাতীয় দলিল, যা ভবিষ্যতে আইনি ও সাংবিধানিক ভিত্তি পাবে। তিনি জানান, ৩১ ডিসেম্বর ছাত্ররা ঘোষণা দিতে চাইলেও সরকার সব দলের সঙ্গে আলোচনার কথা বলে উদ্যোগ নিয়েছিল, যার ফলে ছাত্র নেতৃত্ব সরে আসে। তবে সরকার দুই দফা সময় দিয়েও প্রতিশ্রুতি পালন না করায় হতাশা প্রকাশ করেন তিনি। নাহিদ বলেন, সরকার যদি নিজ থেকে উদ্যোগ না নেয়, তবে ছাত্র ও অন্যান্য পক্ষ নিজস্ব ইশতেহার প্রকাশ করবে, এবং সম্মিলিত দলিল তৈরিতে সরকার বাধ্য হবে। তিনি জানান, জুলাই সনদে সংবিধান সংশোধনের রূপরেখা থাকবে এবং গণভোট, গণপরিষদ বা সংসদের মাধ্যমে তা কার্যকর হতে পারে। ৫ আগস্টের মধ্যে ঘোষণাপত্র ও সনদ রচনার দাবি জানিয়ে তিনি বলেন, দলীয় স্বার্থে কেউ ঐক্যপ্রক্রিয়া ব্যাহত করলে সরকারকে সাধারণ জনগণ ও সব পক্ষকে নিয়ে দায়িত্ব নিতে হবে।