ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনের অন্যতম মুখ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয়। লাখো মানুষ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ নাগরিক এতে অংশ নেন। পুরো এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়; পুলিশ, র্যাব, আনসার ও সেনাবাহিনীর বিশেষ টহল ছিল মাঠে।
গত ১২ ডিসেম্বর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার পর হাদি ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান। পরদিন তার মরদেহ দেশে পৌঁছালে হাজারো মানুষ বিমানবন্দরে ভিড় করেন। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের ইচ্ছানুযায়ী হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে।
হাদির মৃত্যু তরুণ প্রজন্মের মধ্যে গভীর শোক ও শ্রদ্ধার সঞ্চার করেছে। গণঅভ্যুত্থানের পর থেকে তিনি সাহস ও প্রতিবাদের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিলেন।