মাউন্ট মঙ্গানুই টেস্টে ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়ে। দুজনই ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন—লাথাম ১৩৭ ও ১০১, কনওয়ে ২২৭ ও ১০০ রান করেন। টেস্ট তো বটেই, প্রথম শ্রেণির ক্রিকেটেও এই প্রথম কোনো জুটি একই ম্যাচে জোড়া সেঞ্চুরি করল। তাদের ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৩০৬ রান তুলে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড, ফলে লিড দাঁড়ায় ৪৬১ রান।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে কাভেম হজের অপরাজিত ১২৩ রানে দলটি সংগ্রহ করেছিল ৪২০। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে তারা ৪৩ রান তুলেছে কোনো উইকেট না হারিয়ে। বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ দিনে তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
বিশ্লেষকদের মতে, লাথাম ও কনওয়ের এই কীর্তি নিউজিল্যান্ড ক্রিকেটের ধারাবাহিকতা ও মানসিক দৃঢ়তার প্রতীক, যা টেস্ট ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে।