মৌলিক সংস্কার বাস্তবায়নে ‘জুলাই সনদ’ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির তাড়াইল উপজেলা শাখা। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মিছিল বের হয়। পরে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তাড়াইল বাজারে খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। নেতারা বলেন, ‘জুলাই ঘোষণাপত্র’ প্রণয়ন, ‘জুলাই সনদ’ মৌলিক সংস্কার দ্রুত কার্যকর এবং বিচারের সুস্পষ্ট রোডম্যাপ না করে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন গণঅভ্যুত্থানকে স্রেফ একটি ক্ষমতা হস্তান্তরের মাধ্যম হিসেবে পরিণত করবে এবং রাষ্ট্র বিনির্মাণের জনআকাঙ্ক্ষাকে অবদমিত করবে।