পাকিস্তানের সেনাবাহিনী খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ঢুকতে চাওয়া 'সন্ত্রাসীদের' বিরুদ্ধে অভিযানে অন্তত ৩০ জনকে হত্যা করেছে। নিহত 'সন্ত্রাসীরা' তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিল। গত মাসে একই এলাকায় আত্মঘাতী হামলায় পাকিস্তানি সেনাদের ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। পাকিস্তান আফগানিস্তানকে সন্ত্রাসবাদের জন্য দায়ী করলেও আফগান সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে।