বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন। দুপুর ১টা ১৮ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে অবহিত হন। হাসপাতাল সূত্রে জানা গেছে, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন এবং বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন উপলক্ষে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিত্বও তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন।