ভারতের মণিপুর রাজ্যে বৃহস্পতিবার ভোরে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে ভুটানে ৩ দশমিক ০ এবং বঙ্গোপসাগরে ৪ দশমিক ০ মাত্রার দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। একই দিনে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যা ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এর একদিন আগে দেশটির নর্থ সুলাওয়েসি অঞ্চলেও ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই ধারাবাহিক ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্কতা জারি করা হয়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।