নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত করেছে ভারতীয় সহকারী হাইকমিশন। রোববার সকালে বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ ডিসেম্বর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ভিসা সেবা বন্ধ থাকবে।
গত ১৯ ডিসেম্বর খুলশী এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহকারী হাইকমিশন জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে কেন্দ্র পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের আবেদনকারীরা এই স্থগিতাদেশে ভিসা প্রক্রিয়ায় বিঘ্নের মুখে পড়বেন বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা আবেদনকারীদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। কূটনৈতিক মহল মনে করছে, এই ধরনের সাময়িক বন্ধ দুই দেশের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।