বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না। তিনি মানবজাতি ও মায়েদের কলঙ্ক এবং তার বিচার হবেই। শেরেবাংলানগরে শহীদ জিয়াউর রহমানের মাজারে ‘গণঅভ্যুত্থান ২০২৪’ কর্মসূচিতে তিনি এসব বলেন। এক শহীদের মায়ের আহাজারির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, পুলিশ ও রাষ্ট্রীয় বাহিনী নির্মমভাবে সন্তানদের হত্যা করেছে। তিনি শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য বিএনপির পক্ষ থেকে একটি ফান্ড গঠনের ঘোষণাও দেন। মির্জা ফখরুলের মতে, শহীদদের সম্মান না দিলে ভবিষ্যৎ জাতি বিএনপিকেও ক্ষমা করবে না।