Web Analytics

বাংলা একাডেমি ঘোষণা করেছে যে অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার বইমেলা ২০ দিন পিছিয়ে আয়োজন করা হচ্ছে। সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম দিন থেকে মাসব্যাপী চলে এই মেলা, তবে এবার তা ২৪ দিনব্যাপী হবে।

বুধবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ প্রকাশক ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন হবে ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায়।

আয়োজকরা জানান, নির্বাচনী কার্যক্রমের সঙ্গে সমন্বয় রেখে দর্শনার্থীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে। অমর একুশে বইমেলা বাংলাদেশের ভাষা আন্দোলন ও সাহিত্য সংস্কৃতির প্রতীক হিসেবে প্রতি বছর লাখো পাঠক ও প্রকাশককে একত্র করে।

Card image

Related Rumors

logo
No data found yet!