সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩১ আগস্ট রবিবার থেকে ঢাকার বিমানবন্দর সড়কের সাতটি স্থানে সিগন্যাল ব্যবস্থা চালু হবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব সিগন্যাল পাইলট প্রকল্প হিসেবে পরিচালিত হবে। মন্ত্রণালয় সকলকে ট্রাফিক আইন ও সংকেত মেনে চলার আহ্বান জানিয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগ সড়কের নিরাপত্তা বৃদ্ধি করবে এবং যানজট কমাতে সহায়তা করবে।